Site icon Jamuna Television

হিজবুল্লাহ’র সাথে ইসরায়েলের সংঘাত লেবাননের সার্বভৌমত্বে আঘাত স্বরুপ: লেবানিজ প্রধানমন্ত্রী

সম্প্রতি লেবাননের দক্ষিণ সীমান্তে সীমান্তে শিয়া সশস্ত্র সংগঠন হিজুল্লাহ’র সাথে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘাতকে ভয়াবহ সামরিক আগ্রাসন বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দাইন। খবর ইসরায়েলি গণমাধ্যম হারেজ’র।

লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েলের এই সামরিক অভিযানকে লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত বলেও মন্তব্য করেন।

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল অন বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এই আক্রমণ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলবে।

এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী এই অভিযানের প্রস্তুতি জানতে সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিব কোচাভি ও ইসরায়েল সেনাবাহিনীর উত্তরাঞ্চলে কমান্ডার মেজর জেনারেল আমির বারাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এই অভিযান ইরায়েলের নিরাপত্তার জন্য জরুরী ছিল। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ লেবাননকে ব্যবহার করে এই অঞ্চলে ইরানের স্বার্থ সংরক্ষণের কাজ করে যাচ্ছে।

Exit mobile version