Site icon Jamuna Television

চট্টগ্রামে সকল বিনোদন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ

আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি করছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি।

মঙ্গলবার বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উল আযহাকে কেন্দ্র করে এবং ঈদ পরবর্তী যে কোন ধরনের বৃহৎ জনসমাগম বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃত করোনা প্রাদুর্ভাবকে আরও সংকটাপন্ন করবে। এর সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারণা চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়টির গুরুত্বের সাথে বিবেচনা করে জনস্বার্থে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণকে বন্দরনগরীর বিনোদন কেন্দ্রসমূহ যেমন চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ, ফয়’স লেক, নেভাল বিচ ইত্যাদি এলাকায় যে কোন ধরনের জমায়েত হওয়ার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো।

Exit mobile version