Site icon Jamuna Television

চিরনিদ্রায় শায়িত হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু (ডানে)

লক্ষ্মীপুরের রামগতিতে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। মঙ্গলবার বাদ আসর তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাবুর। এসময় দলের মহাসচিবসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাবুকে এভাবে বিদায় দিতে হবে এটা কখনও ভাবিনি। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বিএনপির রাজনীতিতে বাবুর নানা ভূমিকার কথা স্মৃতিচারণ করেন।

সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে শফিউল বারী বাবুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। শফিউল বারী বাবু ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।

Exit mobile version