Site icon Jamuna Television

অনিয়মের অভিযোগে উত্তরার আল আশরাফ হাসপাতাল বন্ধ

বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরার আল আশরাফ হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালটি লাইসেন্স প্রপ্তির কোন আবেদন করেনি। এছাড়া হাসপাতালে প্যাথলজির কার্যক্রম ও রক্ত পরিসঞ্চালনের কোন অনুমোদন নেই। একইসাথে হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের যা কোনভাবেই পরিচালনা যোগ্য নয় বলে জানানো হয়।

এছাড়া প্রতিষ্ঠানটি অনুমোদনহীন নিম্নমানের ল্যাবরেটরীতে কার্যক্রম চালায় বলে জানানো হয়। অন্যদিকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ও অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই ঘটনায় তিন সদস্যে কমিটি গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version