Site icon Jamuna Television

জঙ্গি হামলার কিছু স্লিপার সেল সক্রিয় রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

জঙ্গি হামলার জন্য কিছু স্লিপার সেল সক্রিয় হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, কুটনৈতিক পাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, জঙ্গি তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে মোকাবেলা করছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাদের স্লিপিং সেল এখনও আছে। তবে এগুলো গুরুতর কিছু নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনা নিয়ে হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে অভিযান চলমান আছে। যারাই অনিয়ম করবে তথ্যভিত্তিক অভিযোগের ভিত্তিতে তাদের ধরা হবে। এছাড়া মন্ত্রী জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৬৮ জনের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ধর্ষক ও নৃশংস খুনীদের কেউই মুক্তির তালিকায় নেই।

Exit mobile version