Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার গাফফার

করোনা আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার।

করোনা আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গ থাকায় গত সোমবার কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকালে সেই রিপোর্ট আসলে তাতে করোনা পজেটিভ শনাক্ত হয়।

মায়ের মৃত্যুর পর গত ২৪ জুন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। তারপর থেকেই তার শরীরে করোনা সংক্রমিত হওয়ার প্রাথমিক লক্ষণগুলো দেখা যায়।

বর্তমানে চিকিৎসকের পরামর্শমতো নিজ বাসায়ই চিকিৎসা গ্রহণ করছেন এই ফুটবলার।

Exit mobile version