Site icon Jamuna Television

কক্সবাজারে বিমান চলবে কাল থেকে

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-কক্সবাজার রুটে বিমান চলাচল বৃহস্পতিবার থেকে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক কর্মকর্তারা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয় দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের ৭টি রুটেই ফ্লাইট চালু হচ্ছে।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। তবে কক্সবাজার যেহেতু পর্যটন নগরী। এখানকার ফ্লাইটগুলো পরিচালনা করা হয় পর্যটকদের কথা মাথায় রেখেই। কিন্তু করোনার কারণে এখন পর্যটক নিষিদ্ধ কক্সবাজার; বন্ধ রয়েছে হোটেল-মোটেল। তাই কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

Exit mobile version