
ভারতের আসামে বন্যায় প্রাণ গেলো আরও একজনের। রাজ্যটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৪। ব্রহ্মপুত্র, ধানসিঁড়িসহ ৪টি নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।
আসামে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি ২১ জেলার ২০ লাখ বাসিন্দা। ৪২ হাজার মানুষের ঠাঁই ২৩৬টি আশ্রয়কেন্দ্রে।
এদিকে তলিয়ে আছে ১ লাখ হেক্টরের বেশি কৃষিজমি। নেপালে আবারও ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় বিহারে পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পানি কিছুটা সরলেও এখনও প্লাবিত ৭৫ শতাংশ।
 
				
				
				
 
				
				
			


Leave a reply