Site icon Jamuna Television

জমে ওঠেনি রাজধানীর পশুর হাট

কোরবানির আর মাত্র ২ দিন বাকি থাকলেও, এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাটগুলো। তবে আগের থেকে ক্রেতার উপস্থিতি কিছুটা বেড়েছে।

এদিকে সকালে সাঈদনগর হাটে যেয়ে দেখা যায়, মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করায়, ব্যাপারিদের মাঝে কিছুটা সচেতনতা বেড়েছে। ছোট গরুর দাম সেখানে ৬০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে। মাঝারি আকারের গরুর দাম ১ থেকে ৩ লাখ টাকা। বড় গরুর দাম চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই লাখ, আর বিশাল আকৃতির গরুর দাম হাঁকানো হচ্ছে ৬ লাখ টাকার উপরে। ৱ

ব্যাপারিদের আশা, ঈদের আগ দিয়ে গরুর দাম কিছুটা বাড়বে। তবে করোনা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা।

Exit mobile version