Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়েছেন মাগুরার জেলা প্রশাসক

মাগুরা প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়েছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এছাড়া মাগুরায় আজ নতুন ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের গত দুইদিন আগে জ্বর আসায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ তার করোনা পজেটিভ এসেছে। সে শারিরিক ভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

মাগুরায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া আজ নতুন করে মাগুরায় ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট ৪২০ জন করোনা রোগী রয়েছে। এদের মধ্যে ২৬৮ জন সুস্থ হয়েছেন।

Exit mobile version