Site icon Jamuna Television

চীনে সাড়ে ৩ মাসে সর্বোচ্চ শনাক্ত

চীনে সাড়ে ৩ মাসে সর্বোচ্চ শনাক্ত

গত সাড়ে তিন মাসের ভেতর চীনে এই প্রথম শতাধিক ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের শরীরে করোনা পাওয়া গেছে। নতুন আক্রান্তদের অধিকাংশ শিনজিংয়ের। একজন বেইজিংয়ের।

চীনের দেয়া হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজার ৬০ জন নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৪৪ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৩১৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৩০৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৬৩ হাজার ৪০৮ জন।

Exit mobile version