Site icon Jamuna Television

কুয়াকাটায় ভূমিদস্যু গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:

সাংবাদিক নির্যাতন ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি, কুয়াকাটার চিহ্নিত ভূমিদস্যু, কুয়াকাটা পৌর মেয়র ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ মোল্লাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের সময় মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশে একদল পুলিশ সদস্য আলীপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মহিপুর থানার ওসি জানান, আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ নেতা মনির মোল্লার হাত কাটার মামলা, সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির মামলাসহ একাধিক মানুষের জমি জোড়পূর্বক জবরদখল করার অ‌ভি‌যোগ ও মামলা রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, কুয়াকাটায় চিহ্নিত ভূমিদস্যু হিসাবে পরিচিত মোশা‌রেফ মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোশা‌রেফ মোল্লার এক ভাই কুয়াকাটা পৌরসভার মেয়র, আরেক ভাই লতাচাপ‌লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় একচেটিয়া ক্ষমতার প্রভাব খাঁটিয়ে সাধারণ মানুষকে জিম্মি ক‌রে জোড়পূর্বক অন্যের জমি দখল করাই তার পেশা।

এদিকে মোশারেফ মোল্লার গ্রেফতারের খবরে কুয়াকাটা আর মহিপুর জুড়ে স্বস্তি বিরাজ করছে সাধারণ জনগণের মধ্যে।

ইউএইস/

Exit mobile version