Site icon Jamuna Television

ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার, যশোর:

বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাই রাসেল নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে। হত্যাকারী আমজাদকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার সময় নিহত রাসেলের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল হোসেন (৩২) ও হত্যাকারী আমজাদ (২৪) হোসেন কাগজপুকুর গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে।

নিহতের চাচা আব্দুল করিম বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আমজাদ তার বড় ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল ১০টার সময় আবার সে রাসেলের কাছে টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তার গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে রাসেলকে বুরুজ বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

ইউএইস/

Exit mobile version