Site icon Jamuna Television

চাঁদপুরে করোনা পরীক্ষার ল্যাবের কার্যক্রম শুরু

চাঁদপুর প্রতিনিধি:

অবশেষে চাঁদপুরে করোনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার উদ্বোধনের পর মঙ্গলবার থেকেই এর কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনির ব্যক্তিগত উদ্যোগে ল্যাবটি স্থাপন করা হয়। চট্টগ্রাম ভেটেরনারি এনিমেল বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতায় আরটি পিসিআর ল্যাবটি স্থাপিত হয়।

এতে শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার রোগীরাও সুবিধা পাবে। একইসাথে প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। গত দু’দিনে ২১টি স্যাম্পল সংগ্রহ করে ৬ জনের দেহে পজেটিভ পাওয়া গেছে।

Exit mobile version