Site icon Jamuna Television

মহাসচিব পদ থেকে সরানোয় আমি অন্যদিকে সময় দিতে পারছি: রাঙ্গাঁ

মসিউর রহমান রাঙ্গাঁ

রংপুর প্রতিনিধি:

মহাসচিব পদ থেকে আমাকে সরানোয় আমি পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি বলে জানিয়েছেন বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

তিনি বলেছেন, আমার জন্য এটি ভালো হয়েছে। তাছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয় অনেকটা রুটিন ওয়ার্কের মত। তিনি গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক এটি করতে পারেন।

বুধবার সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাসিক সমন্বয় সভায় যোগদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় রাঙ্গাঁ বলেন, প্রধানমন্ত্রী তিস্তার ডানতীর রক্ষায় ৩০০ কোটি টাকা দিয়েছিলেন বলে রংপুর শহরে তিস্তার পানি ঢুকতে পারেনি। আমি বামতীর রক্ষায় আরও ৩০০ কোটি টাকা চেয়েছি।

তিনি বলেন, যদি এটি পাওয়া যায় তবে তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে বামতীরের মানুষকে রক্ষা করা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলী হয়েছে। এর আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা দেখেছি তার ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা জনগণের জন্য ভালোই হচ্ছে।

Exit mobile version