Site icon Jamuna Television

মাস্ক না পরায় ছাগল ‘গ্রেফতার’! জানা গেল আসল ঘটনা

ভারতে ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই প্রায় ৪০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে রাজ্য থেকে কেন্দ্র সরকার।

বাড়ির বাইরে গেলেই নাক, মুখ মাস্কে ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে কড়া শাস্তির পথেও হাঁটছে কোনও কোনও রাজ্য প্রশাসন। কিন্তু তাই বলে মাস্ক না পরায় গ্রেফতার করা হল ছাগলকে!

বিচিত্র এই ঘটনাটি ঘটেছে কানপুরের বেকনগঞ্জ এলাকাতে। খবর অনুযায়ী, মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে একটি ছাগলকে নাকি ‘গ্রেফতার’ করেছে পুলিশ! পুলিশ গাড়িতে তুলে ওই ছাগলটিকে থানায় নিয়ে যায়। পরে ছাগলটির মালিকের অনুরোধে সেটিকে ছেড়ে দেয়। কিন্তু সত্যিই কি মাস্ক না পরায় ওই ছাগলটিকে ‘গ্রেফতার’ করেছিল কানপুরের পুলিশ?

এ বিষয়ে ওই থানার এক পুলিশ জানিয়েছেন, এলাকায় একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে ঘুরতে দেখেন তারা। ছেলেটিকে ডাকাডাকি করতেই সে ভয়ে ছাগল ফেলে পালিয়ে যায়। পরে ছাগলটির মালিক এলে তার হাতে সেটি তুলে দেয়া হয়। এ ভাবে বিনা মাস্কে বাইরে ঘুরে বেড়ানোর জন্য ছাগলের মালিককে সতর্কও করে দেয়া হয়।

সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

Exit mobile version