Site icon Jamuna Television

রিয়া অপমান করতেন, সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন সুশান্ত, জানালেন অঙ্কিতা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে অঙ্কিতা লোখন্ডেকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ। জিজ্ঞাসাবাদে অঙ্কিতা দাবি করেন, ২০১৯ সালে মনিকর্ণিকার মুক্তির সময় সুশান্ত তাকে ফোন করে শুভেচ্ছা জানান। ওই সময় সুশান্তের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় অঙ্কিতার। ওই সময় সুশান্ত জানান, ‘রিয়া তাকে অপমান-অপদস্ত করেন। রিয়ার সঙ্গে সম্পর্কে তিনি খুশি নন। ফলে ওই সম্পর্ক তিনি শেষ করে দিতে চান।’

বিহার পুলিশের জিজ্ঞাসাবাদের ওই সময় সুশান্তের সঙ্গে কী কথা হয়েছিল সেই স্ক্রিনশটও পুলিশের সামনে তুলে ধরেন অঙ্কিতা।

২০১০ সালে পবিত্র রিসতার সেট থেকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় সুশান্ত সিং রাজপুতের। ছয় বছর ধরে অঙ্কিতা এবং সুশান্ত একসাথে চলেন। এরপর বলিউডে পা রাখার পর ক্রমশ অঙ্কিতার কাছ থেকে সরে যান সুশান্ত। এরপরই ২০১৮ সালে শেষের দিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত।

Exit mobile version