Site icon Jamuna Television

সাতক্ষীরায় ‘গোলাগুলিতে’ যুবক নিহত

সাতক্ষীরা সদর উপজেলার বাশদহার কয়ারবিল থেকে লিয়াকত আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিয়াকত সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। মাদক নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। এসময় তার পাশে পড়ে থাকা অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পরে, সদর উপজেলার কয়ারবিলের ধারে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, রাতে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান লিয়াকত হোসেন সরদার ।

তবে লিয়াকতের স্ত্রী আকলিমা খাতুন জানান, গত ২৪ জুলাই পুলিশ এক কেজি গাঁজাসহ তলুইগাছার খোরশেদসহ দুই ব্যক্তিকে আটক করে। ওই মামলায় লিয়াকতকে আসামি করা হয়। গ্রেফতারকৃত দুজন জেলখানায় রয়েছেন।

আকলিমা খাতুন বলেন, বুধবার দুপুরে ওই মামলা থেকে রক্ষা পেতে লিয়াকত শহরের একটি বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী বিপুলের সঙ্গে দেখা করতে যান।

Exit mobile version