Site icon Jamuna Television

এবার জার্মানি থেকে সেনা প্রত্যাহার করবে ট্রাম্প

জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ৫ হাজার ৬শ’ সেনাকে পাঠানো হবে ন্যাটোভুক্ত দেশগুলোতে। আর বাকি ৬ হাজার ৪শ’ জনকে নিজ দেশে ফিরিয়ে আনতে চায় পেন্টাগন।

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এ তথ্য জানান। তিনি বলেন, ইউরোপের দেশটি থেকে ১২ হাজারের মতো সেনা প্রত্যাহার করা হলেও নিয়োজিত থাকবে আরও ২৪ হাজার সেনা। এছাড়া শুধু ইউরোপেই নয়, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যেও তৎপরতা বাড়াতে চায় ট্রাম্প প্রশাসন।

এর আগে, লাদাখে চীন-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে ইউরোপ থেকে সেনা সরিয়ে অঞ্চলটিতে মোতায়নের আভাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Exit mobile version