Site icon Jamuna Television

স্বাস্থ্যকর্মীদের বেতন পরিশোধের নির্দেশ দিলেন ডিজি

বেসরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পরিশোধে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ। করোনা চিকিৎসায় নিয়োজিত হলি ফ্যামিলি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক বলেন, করোনা চিকিৎসায় নিয়োজিত যে কয়টি হাসপাতাল তিনি পরিদর্শন করেছেন সেগুলোতে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ধারাবাহিকভাবে সবগুলো করোনা হাসপাতাল পরিদর্শন করবেন বলেও জানান তিনি। এসময় চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা প্রকট হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দেন মহাপরিচালক।

Exit mobile version