Site icon Jamuna Television

৫০ পোর্টাল চূড়ান্ত, ঈদের পরই নিবন্ধন: তথ্যমন্ত্রী

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

সাড়ে তিন হাজার অনলাইনের মধ্যে প্রথম দফায় ৫০টি অনলাইন বাছাই করা হয়েছে। প্রথম দফায় এই ৫০ টি পোর্টাল নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছে। ঈদের পর এসব অনলাইন নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোর্টালগুলোর নাম আজ আপ করা হবে। তবে, অনেক প্রতিষ্ঠিত অনলাইনের নাম এই তালিকায় নাও থাকতে। ধাপে ধাপে যাচাই-বাছাই করে তাদের নামও রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে।

তিনি বলেন, এই তালিকায় রাজনৈতিক বিবেচনায় কোন অনলাইনকে যুক্ত করা হয়নি। গোয়েন্দা সংস্থার রিপোর্টকে এক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। যেসব অনলাইন ব্যক্তি চরিত্র, গুজব ছড়ানো ও সাম্প্রদায়িক উস্কানি দেয় তাদের নিবন্ধনের সুযোগ দেয়া হবে না।

Exit mobile version