Site icon Jamuna Television

ভারত-মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের ৩ সেনা নিহত

মনিপুরের চান্দাল জেলায় মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আসাম রাইফেলসের তিন সেনা নিহত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে। চান্দালে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে কোংটাল নামক জায়গায় এই হামলা হয়েছে।

চাকপিকারোং অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই তিন সেনা কংটালে নিজেদের ঘাঁটিতে ফেরার সময় গুলি ও আইইডি বোমার বিস্ফোরণে নিহত হন।

নিহতরা হলেন, হাবিলদার প্রণয় কালিতা, তার বাড়ি আসামেই। আর রাইফেলসম্যান মেথা কনিয়াক ও রতন সালামের বাড়ি নাগাল্যান্ড এবং মনিপুরে।

হামলার জন্য পিপলস লিবারেশন আর্মিকে দায়ী করছে ভারতের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

ইউএইস/

Exit mobile version