Site icon Jamuna Television

করোনা মুক্ত হয়েই নড়াইলবাসীর খোঁজ নিতে নেমেছেন মাশরাফী

করোনা মুক্ত হবার পর শারীরিকভাবে সুস্থ্যতার পরে সাধারণ মানুষের খোঁজ- খবর নিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ কার্যালয়ে নানামুখী উন্নয়নের খোঁজ খবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নড়াইলের লোহাগড়ায় করোনার বিস্তার প্রতিরোধে আন্ডার আইসোলেশন সফল করতে যারা নিরলস ভাবে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। সাংসদ মাশরাফী নড়াইলের ইতনা ইউনিয়নের চরাঞ্চলের নদী ভাঙ্গন প্রতিরোধ ও কাঁচাসড়ক উন্নয়নের পাশাপাশি সবধরণের উন্নয়নমূলক কাজে সকলের সহযোগীতা চান।

Exit mobile version