Site icon Jamuna Television

অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বালুখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

নিহত যুবক কুতুপালং মধুরছড়া ক্যাম্প-২ এর বাসিন্দা মৃত সলিম উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৩৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আখতার মর্জু জানান, বুধবার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা রহিম উল্লাহকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।

একপর্যায়ে ভোরে বালুখালী এলাকায় খালের পাড়ে কম্বল মোড়ানো লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

নিহত যুবক রোহিঙ্গা আগমণের শুরুতে মধুর ছড়া পুলিশ ক্যাম্পে বস্তির কাজ করতো বলে জানান তিনি।

Exit mobile version