Site icon Jamuna Television

মেহেরপুরে ১৫ কাঠা জমিতে গাঁজার চাষ, জব্দ ১৭০টি গাছ

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে ১৫ কাঠা জমিতে আবাদকৃত ১৭০টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে আত্মগােপন করেছে মাদক ব্যবসায়ী দুলাল হােসেন।

পুলিশ জানায়, মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করে দুলাল হােসেন। প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশেপাশের লােকজনের নজরে পড়েনি। মাদক বিরােধী অভিযানে বুধবার রাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজা বাগানটির সন্ধান পায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী দুলাল হােসেন। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।

পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, পলাতক দুলালের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। উদ্ধারকৃত গাঁজার গাছগুলাে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ইউএইস/

Exit mobile version