Site icon Jamuna Television

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ঈদ করতে শ্বশুরবাড়িতে মাহি (ভিডিও)

কিছু গণমাধ্যমে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সম্পর্কের ইতি টানার পথে হাঁটছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি- এমন তথ্য প্রকাশ পাচ্ছিলো। তবে, এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শ্বশুরবাড়ি সিলেটে ঈদ করতে ছুটে গেলেন মাহি। বৃহস্পতিবার নিজেই জানালেন সে কথা।

ফেসবুকে দেয়া একটি ভিডিওতে তিনি বলেন, সিলেট আনেক পছন্দের একটি জায়গা। আমার শ্বশুরবাড়িটাও অনেক পছন্দের। আজকে আমার শ্বশুরবাড়ি দেখাবো। তবে ভিতরেরটা নয়, বাহিরের টা।

শুরুতে মাহি শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা দেখান। তারপর পুকর ঘাট, গরুর খামার, উঠানের রান্নাঘর সহ বেশকিছু জায়গা দেখান তিনি। ভিডিওতে দেখা যায়, তার শ্বশুরবাড়ি দু’তলা বিশিষ্ট। তবে, বাড়ির ভিতরটা না দেখালেও নীচতলার কিছু অংশ ভিডিওতে দেখা গেছে। অবশ্য মাহি তার শ্বশুরবাড়ির অনেক জায়গার নাম ই জানেন না। মাহির সাথে থেকে সেসব অজানা জায়গার নাম জানিয়ে দেন অপু।

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।

Exit mobile version