Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা

এবার দুর্নীতির অভিযোগ ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন সুইজারল্যান্ডের এক প্রসিকিউটর।

২০১৭ সালে সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবেরের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর গোপন বৈঠকের কারণে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে এপি।

গেল সপ্তাহে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন লাওবের। অভিযোগ আছে ফিফার দুর্নীতি নিয়ে চলা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে তথ্য গোপন করেছেন লাওবে। ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের বিষয়টিও গোপন করেন এই অ্যাটর্নি জেনারেল।

বলা হচ্ছে, ২০১৭ সালের জুনে বার্নের এক হোটেলে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন লাওবের। যেটি গেল ১৫ মাসে ছিলো তাদের তৃতীয় বৈঠক। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইনফান্তিনো ও লাওবে দুজনই।

Exit mobile version