Site icon Jamuna Television

‘সিইসির মতো প্রধান বিচারপতি চায় আওয়ামী লীগ’

নিজেদের স্বার্থ রক্ষায় বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের মতই একজন প্রধান বিচারপতি চায় সরকার। এমন মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায় সরকারের পক্ষে না যাওয়ায় প্রধান বিচারপতির সমালোচনা করছেন সরকারের মন্ত্রীরা।

রিজভী আরও বলেন, বন্যা দুর্গত এলাকায় পর্যপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে না। যেটুকু যাচ্ছে তা সরকার দলীয় নেতাকর্মীরা ভাগবাটোয়ার করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

২১ আগস্টের গ্রেনেড হামলা এবং পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগেরই সৃষ্টি বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

টিবিজেড/

Exit mobile version