Site icon Jamuna Television

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ২শ’ মানুষের মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ২শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৮২ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্ত প্রায় ১ কোটি ৭৮ লাখের মতো মানুষ।

মোট প্রাণহানি ৬ লাখ ৮২ হাজারের বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১৫শ’র বেশি। মোট প্রাণহানি ১ লাখ ৫৭ হাজারের মতো। ৭০ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে, আক্রান্ত ৪৭ লাখের বেশি।

এদিন আরও ১২শ’ মৃত্যু দেখেছে ব্রাজিল; দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৯২ হাজারের বেশি।

যুক্তরাজ্যকে টপকে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মেক্সিকোতে প্রাণহানি ৪৭ হাজারের কাছাকাছি। নতুনভাবে ৭৬৫ প্রাণহানি রেকর্ড হওয়ায়, মৃত্যু সাড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে ভারতে। রেকর্ড ৫৮ হাজার সংক্রমণ শনাক্তের পর, দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১৭ লাখ।

Exit mobile version