Site icon Jamuna Television

ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি

ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি। টাইব্রেকারে অলিম্পিক লিঁওকে হারিয়ে ট্রেবল জয়ের কির্তি গড়লো নেইমার, ডি মারিয়ারা।

স্টেট ডি ফ্রান্স স্টেডিয়ামের গ্রান্ড ফিনালে দেখার অনুমতি দেয়া হয়েছিলো ৫ হাজার দর্শককে। কিন্তু মাঠের খেলায় ততটা উন্মাদনা ছিলোনা। ৯০ মিনিটের লড়াইয়ে পিএসজির আধিপত্য থাকলেও লিঁও গোলরক্ষক লোপেজকে পরাস্থ করতে পারেনি নেইমার, ইকার্দিরা। ইনজুর্ড এমবাপ্পে দর্শক হয়ে হাজির ছিলেন স্টেডিয়ামে। মাঠের লড়াইয়ে গোল না হওয়ায় ম্যাট গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫ শটের সবগুলোতেই স্কোর করে দুই দল। এরপর সাডেন ডেথ থেকে জয় আদায় করে নেয় পিএসজি। এই জয়ে ৯ম লিগ কাপ শিরোপা জিতলো টুখোলের দল।

Exit mobile version