Site icon Jamuna Television

দুপুর ২টা থেকেই বর্জ্য অপসারণ শুরু: নামাজ শেষে তাপস

ফাইল ছবি।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। দুপুর ২টা থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ জন্য সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আযহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র আরও বলেন, রাত ১২টার পর থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

Exit mobile version