Site icon Jamuna Television

ফুটন্ত পানি করোনাভাইরাসকে সাথে সাথে ধ্বংস করতে পারে: গবেষণা

ফুটন্ত পানি করোনাভাইরাসকে সাথে সাথেই পুরোপুরি ধ্বংস করতে পারে। এমনটা জানিয়েছে রাশিয়ার একদল গবেষক। স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ভেক্টর এই গবেষণা করেছে। খবর কলকাতা ২৪।

গবেষকরা দাবি করে, স্বাভাবিক তাপমাত্রার জল ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মেরে ফেলতে সক্ষম ও ৭২ ঘণ্টায় তা ৯৯.৯ শতাংশ ভাইরাস মেরে ফেলতে পারে। অন্যদিকে ফুটন্ত পানি তৎক্ষণাৎ ভাইরাসকে মেরে ফেলতে পারে।

তবে স্টেইনলেস স্টিল, লিনোলিয়াম, গ্লাস, প্লাস্টিকের পৃষ্ঠদেশে এই ভাইরাস ৪৮ ঘণ্টা থাকতে পারে।

গবেষণায় বলা হয়েছে, ইথাইল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলের ৩০ শতাংশ মাত্র হাফ মিনিটে এক মিলিয়ন ভাইরাস মারতে পারে।

Exit mobile version