Site icon Jamuna Television

ঈদের সকালে কাশিয়ানীতে তরুণীর লাশ উদ্ধার

স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের হাবি খানের রান্না ঘর থেকে অজ্ঞাতনামা ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত ওই তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোন কারণে ওই তরুণী প্রেমিকের বাড়ি এসে আত্মহত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে তদন্ত চলছে, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version