Site icon Jamuna Television

ত্যাগ-আনন্দে সবাইকে পাশে থাকতে বললেন ফখরুল

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একে অপরের পাশে থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার পক্ষ থেকে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি উদাসীনতা বাদ দিয়ে সরকারকে তাদের পাশে থাকার আহবান জানান ফখরুল। বলেন, বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতি পর্যাপ্ত নয়।

Exit mobile version