Site icon Jamuna Television

নিউজ করপোরেশনের বোর্ড থেকে জেমস মার্ডকের পদত্যাগ

নিউজ করপোরেশনের প্রতিষ্ঠাতা রুপার্ট মার্ডকের ছেলে জেমস মার্ডক শুক্রবার তার পরিবার-নিয়ন্ত্রিত প্রকাশনা প্রতিষ্ঠানের বোর্ড থেকে পদত্যাগ করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউইয়র্ক পোস্টসহ নিজেদের পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় বিষয়বস্তু নিয়ে বিরোধের জের ধরে তিনি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার নিউজ করপোরেশন বোর্ডকে লেখা এক চিঠিতে নিজের পদত্যাগে কথা জানান জেমস। পরে সেই চিঠি প্রকাশ করে সংস্থাটি। খবর এপির।

চিঠিতে জেমস মার্ডক বলেন, ‘কোম্পানির নিউজ আউটলেটগুলোতে প্রকাশিত কিছু সম্পাদকীয় বিষয়বস্তু এবং কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের কারণে আমি পদত্যাগ করছি।’

এ ঘটনার পর নিউজ করপোরেশন এক বিবৃতিতে বলে, ‘কোম্পানিতে তার বহু বছরের সেবার জন্য কৃতজ্ঞতা এবং ভবিষ্যত অগ্রযাত্রায় আমরা জেমসের সাফল্য কামনা করি।’

উল্লেখ্য, মার্ডক ভাইদের মধ্যে জেমস বেশি উদার হিসাবে পরিচিত।

Exit mobile version