Site icon Jamuna Television

আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মধ্য আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে দু’টো ছোট বিমান। প্রাণ গেছে আইনপ্রনেতাসহ সাত আরোহীর সবার। শুক্রবার কেনাই পেনিনসুলার সোল্ডোটনা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা গ্যারি নোপ।

গ্যারি নোপ নিজেই একটি বিমান চালাচ্ছিলেন। অপর বিমানটিতে চার পর্যটক, একজন গাইড এবং বিমানচালক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আরোহীদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

Exit mobile version