Site icon Jamuna Television

২ দিনের নবজাতককে ছেড়ে না ফেরার দেশে নারী ক্রিকেট কোচ তিন্নি

সুরাইয়া জান্নাতি তিন্নি

ক্লেমনের আটটি ক্রিকেট একাডেমির প্রথম নারী কোচ সুরাইয়া জান্নাতি তিন্নি মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি…. রাজিউন)। শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত কারণে তিনি মারা যান।

তিন্নি যশোর জেলা নারী ক্রিকেটার এবং ঢাকা ফাস্ট ডিভিশনে কলাবাগান ক্রীড়া চক্র এবং প্রিমিয়ারে বাংলাদেশ আনসার ভিডিপি’র একজন খেলোয়াড় ছিলেন। মাত্র ২ দিন আগে সন্তানের মা হন তিন্নি।

বাবার হাত ধরে প্রথম ক্রিকেটে পা রাখেন তিন্নি। শেষের দিকে এসে ক্রিকেট কোচের তালিকায় নাম লেখান তিনি। জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ইচ্ছে ছিলো তার কোচিংয়ের হাত ধরে উঠে আসুক কোনো ক্রিকেটার। মেয়েদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে নিজেকে কোচ হিসেবে প্রস্তুত করছিলো তিন্নি। কোচ হিসেবে তার সুনাম শুধু একাডেমিতে সীমাবদ্ধ ছিলো না, ছড়িয়ে পড়ে যশোরের সর্বত্র।

Exit mobile version