Site icon Jamuna Television

এফএ কাপের ট্রফি আর্সেনালের ঘরে

গ্র্যান্ড ফিনালেতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে আবারও ট্রফি ঘরে তুলেছে আর্সেনাল। অবামেয়াং এর জোড়া গোলে রেকর্ড ১৪তম ট্রফি জিতলো গানাররা।

ওয়েম্বলির ফাইনালে শুরুতেই লিড নেয় চেলসি। ৫ মিনিটে ইনফর্ম পুলুসিচ এগিয়ে দেন ল্যাম্পার্ডের দলকে। ২৬ মিনিটে নিজেদের ডি বক্সে আর্সেনাল অধিনায়ক অবামেয়াংকে ফাউল করেন চেলসি দলপতি অ্যাজপেলইকুয়েটা। সুযোগ কাজ লাগিয়ে স্পট কিক থেকে গানারদের সমতায় ফেরান গ্যাবনিজ তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ইনজুরিতে পড়েন চেলসির গোলদাতা পুলুসিচ। ৬৭ মিনিটে আর্সেনালের জয়সূচক গোলটি করেন অবামেয়াং। ম্যাচে ফিরতে মরিয়া চেলসি ৭৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। ২-১ গোলের জয়ে, আবার এফএ কাপের ট্রফি জিতে নেয় আর্সেনাল।

Exit mobile version