Site icon Jamuna Television

দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। রাজধানী ও জেলা শহরগুলোয় সকাল থেকে পশু জবাই দিতে দেখা যায়।

মূলত কসাই স্বল্পতাসহ নানা কারণে প্রথম দিনে কোরবানি করেননি অনেকেই। কারও কারও ক্ষেত্রে অবশ্য, দ্বিতীয় দিনে কোরবানি করা পারিবারিক রীতি। যদিও গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

বিভাগীয় ও জেলা শহরে কোরবানির নির্দিষ্ট স্থান না থাকায় দ্বিতীয় দিনেও অধিকাংশই বাড়ির আঙিনায় বা সামনের সড়কে কোরবানি দিয়েছেন। এদিকে রাতের মধ্যে বিভাগীয় শহর থেকে অপসারন করা হয়ে হয়েছে ঈদের দিনে কোরবানি করা অধিকাংশ পশুর বর্জ্য।

Exit mobile version