Site icon Jamuna Television

কঙ্গনার বাড়ির সামনে গুলি, মুখ্যমন্ত্রীর ছেলেকে নিয়ে মুখ খুলতেই এমন ঘটনা?

‘বলিউড কুইন’ কঙ্গনা রানাওয়াতের বাড়ির সামনে মাঝরাতে গুলি চালিয়েছে দুবৃত্তরা। শুক্রবার রাতে তিনি তার মানালির বাড়িতে শোবার ঘরে থাকা অবস্থায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মুখ খোলার জন্যই এমনটা ঘটেছে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘রাত ১১টার দিকে তার বাড়ির সামনে গুলির আওয়াজ শুনতে পাই। পরে নিরাপত্তারক্ষীকে ডেকে বিষয়টি দেখতে বলি। ৮ সেকেন্ডের মধ্যে দু’বার গুলির শব্দ শোনা যায়। আর সেটা ঠিক আমার ঘরের পর পাঁচিলের ওপারেই হয়েছে। আমার ঘরের সামনে একটি আপেল বাগান আর সুইমিংপুল রয়েছে। আর তারপরই পাঁচিল।’

কঙ্গনার ভাষ্যমতে, ‘রাজনীতিতে গুণ্ডাগিরি নিয়ে পরিচিত লোকজন সম্পর্কে মন্তব্য করে ফেলেছি। তাই হয়ত আমাকে ভয় দেখাতে এটা করা হল। এখানে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আর এটা শুধু আমিই নয়, আরও অনেকেই শুনেছেন। আমার মনে হয় স্থানীয় গুণ্ডাদের আমাকে ভয় দেখাতে ভাড়া করা হয়েছিল। ৭-৮ হাজার টাকা দিলেই এদের যোগাড় করা যায়। আমার মনেহয়না এটা কোন কাকতালীয় ঘটনা। কারণ মুখ্যমন্ত্রীর ছেলের সম্পর্কে মন্তব্য করেছিলাম। লোকজন এখন বলছে, মুম্বইয়ে আপনার জীবন এরা দুর্বিষহ করে তুলবে। এদেশে কি এভাবেই গুণ্ডাগিরি চলে? সুশান্তকেও নিশ্চয় এভাবেই ভয় দেখানো হয়েছিল। তবে আমি বলা থামবো না।’

গত শুক্রবারই কঙ্গনা টুইট করেন, ‘প্রত্যেকেই জানে, তবে কেউ নাম নিতে পারে না। করণ জোহরের প্রিয় বন্ধু হল দেশের সেরা মুখ্যমন্ত্রীর ছেলে। বেবি পেঙ্গুইন বলে পরিচিত। যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, জানবেন আমি আত্মহত্যা করিনি।’

Exit mobile version