Site icon Jamuna Television

মহামারির সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেই লক্ষে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

মহামারির সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। দুস্থ, ইয়াতিম ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে সরকার সর্ব্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। করোনার এই দু:সময়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ভাল কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সবশেষে প্রধানমন্ত্রী ১৫ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Exit mobile version