Site icon Jamuna Television

মিশুক-তারেকের সড়ক দুর্ঘটনা, সাজাপ্রাপ্ত সেই বাসচালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরসহ ৫ জন মৃত্যুর ঘটনায় সেই চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বাস চালক জামির হোসেন মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যায়।

এদিকে আজ রোববার জানাজা শেষে চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়ায় জামির হোসেনের নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায়, জামির হোসেন কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় সেদিনই তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সকালে তিনি মারা যান।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুকুরিয়া নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্সের পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

Exit mobile version