Site icon Jamuna Television

প্রায় বছর হতে চললো, কোনও বেতন পাচ্ছেনা ভারতীয় ক্রিকেটাররা

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম ধনী সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অথচ দেশটির গণমাধ্যম জানাচ্ছে গত অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না তাদের ক্রিকেটাররা। বেতনের সাথে বিরাট কোহলিদের কিছু ম্যাচ ফিও নাকি বকেয়া আছে। সব মিলিয়ে ২৭ চুক্তিবদ্ধ ক্রিকেটারের গত ১০ মাসে পাওনা দাড়িয়েছে ৯৯ কোটি রুপি।

গত ডিসেম্বর থেকে খেলা ২ টেস্ট, ৯ ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টির ম্যাচ ফিও পায়নি ক্রিকেটাররা। পাওনাদের তালিকায় আছেন দেশটির প্রথম শ্রেনী ও বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটাররাও।

সেই সাথে প্রাদেশিক দলগুলোর গত মৌসুমের বকেয়া পারিশ্রমিক তো রয়েছেই। যদিও ২০১৮ সালের ব্যাংক হিসেবে জানাচ্ছে বিসিসিআই’র ব্যাংক হিসেবে জমা আছে ৫ হাজার ৫২৬ কোটি টাকা। ২ হাজার ৯৯২ কোটি টাকার স্থায়ী আমানতও আছে তাদের ব্যাংক হিসেবে। এছাড়া স্টার টেলিভিশনের সাথে ৫ বছর মেয়াদি ৬ হাজার ১৩৮ কোটির রুপির সম্প্রচার চুক্তি তো আছেই।

Exit mobile version