Site icon Jamuna Television

নরসিংদীতে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকাল ১১টায় বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে নৌকাযোগে বেড়াতে যাওয়ার সময় নৌকা ডুবে মৃত্যু হয় জাকির হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের। নিহত জাকির হোসেন (২০) বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে ও বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাঁড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খাঁন (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর। নিহত শরিফ খাঁন নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান ইউনির্ভারসিটির শিক্ষার্থী।

বেলাবো থানার ওসি মো. সেফায়েত উল্লাহ পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Exit mobile version