Site icon Jamuna Television

করোনা ও বন্যার মধ্যেও ঈদের আনন্দের কমতি দেখা যায়নি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

করোনা ও বন্যার মধ্যেও বাংলাদেশের মানুষের মাঝে ঈদের আনন্দের কমতি দেখা যায়নি, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার মন্ত্রণালয়ের ঈদ পরবর্তি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মানুষ সবকিছুর মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতির চালিকা শক্তি ধরে রাখা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, পদ্মার তীব্র স্রোত ও ভাঙ্গণে শিমুলিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি ভেঙ্গে যাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। শিমুলিয়ায় আরেকটি ফেরিঘাট নির্মাণের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান খালিদ মাহমুদ।

Exit mobile version