
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত যুবক বাদশাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়েনের চরমনসা গ্রামে ধর্ষণের শিকার হয় ওই শিশু। এদিকে এ ঘটনায় রাত ৮টার দিকে অভিযুক্ত আসামি বাদশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।
ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বখাটে যুবক বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চকলেটের প্রলোভন দেখিযে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বাদশা।
এসময় শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে বাদশা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পরিবার।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ ৫ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি বাদশাকে আটক করতে সক্ষম হয়। শিশুটির মা বাদি হয়ে অভিযুক্ত বাদশার নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন জানান পুলিশের এই কর্মকর্তা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply