Site icon Jamuna Television

নড়াইলের রূপগঞ্জ বাজার লকডাউন ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি:

করোনাভাইরাসের বিস্তাররোধে নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার সোমবার দুপুর থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

নড়াইল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ সিদ্ধান্তের পর বাজার এলাকায় মাইকিং করতে দেখা গেছে। এরপর দোকান-পাট বন্ধ রয়েছে।

তবে এই লকডাউন নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দুপুরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ এলাকায় সড়কের ওপর বিক্ষোভ করেছে সাধারণ ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে লকডাউনের সিদ্ধান্ত তারা মানবেন না। নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ এলাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। জনসাধারণেরও কেনাকাটায় সমস্যা হবে।

Exit mobile version