Site icon Jamuna Television

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘ‌টে। সম্পর্কে তারা চাচাতো বোন।

নিহতরা হলেন মাহফুজা (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। মাহফুজার বাবার নাম আব্দুর রাজ্জাক খান। স্থানীয় মানছুরিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণিতে পড়তো সে।

একই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে মরিয়ম কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণি ও মারিয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তিনবোন একই সঙ্গে গোসল করতে যায় বাড়ির পাশের পুকুরে। দুপুর গড়িয়ে গেলেও ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তাদের।

সন্ধ্যার দিকে একপর্যায়ে পরিবারের কেউ একজন বাড়ির সামনের পুকুরে ভাসতে দেখে তিন বোনের লাশ। মাওলানা মো. মহিউদ্দিন নামে নিহতের এক স্বজন জানান, তিন বোন মাহফুজা, মরিয়ম ও মারিয়া কেউ সাতাঁর জানতো না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার বাউফল সা‌র্কেল মো. ফারুক হো‌সেন এবং কালাইয়া ইউপির চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।

Exit mobile version