Site icon Jamuna Television

নকলেও প্রথম ‘গেম অব থ্রোনস’

বিশ্বের টেলিভিশন শো-গুলোর মধ্যে লকডাউনে সবচেয়ে বেশি পাইরেটেড হয়েছে ‘গেম অব থ্রোনস’। একটি সমীক্ষার রিপোর্ট এমনটাই বলছে। লকডাউনের আগেও পাইরেটেড ভার্সন এক নম্বরেই ছিল।

ওটিটি সিরিজের জনপ্রিয়তার আগেই এইচবিওর এই টেলিভিশন সিরিজ সাফল্যের নতুন নজির গড়েছিল। যদিও সিরিজটির শেষ মুক্তি পাওয়া সিজন-৮ সমালোচিত হয়েছে বিস্তর।

পাইরেটেডের তালিকায় জায়গা পেয়েছে অ্যাডাল্ট সুইম’র সায়েন্স ফিকশন অ্যানিমেটেড সিরিজ় ‘রিক অ্যান্ড মর্টি’, হুলু প্ল্যাটফর্মের ‘মাই হিরো অ্যাকাডেমিয়া’, ডিজ়নি প্লাসের ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ডিসি ইউনিভার্সের ‘হার্লে কুইন’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version