Site icon Jamuna Television

লকডাউন: ভাতা তুলতে মাকে কাঁধে তুলে ব্যাংকে গেলেন ছেলে

করোনার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে। তাই যানবাহনের দেখা নেই। কিন্তু মায়ের ওষুধপত্র কেনার জন্যে টাকার প্রয়োজন। তাই মায়ের ভাতা তুলে আনতে তাকে পিঠে করে ব্যাংকে নিয়ে গেলেন ছেলে। খবর আনন্দবাজার পত্রিকার।

ত্রিপুরার সিপাহিজলা জেলার জম্পুইজলা মহকুমার গোলাঘাটি গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা দময়ন্তী সিনহার বয়স ১০০শ ছুঁইছুঁই। নিয়মিত বার্ধক্য ভাতা পান। স্বামী নেই; ছেলে কানন ছোট একটি দোকান চালান। কিন্তু দোকান বন্ধ থাকায় হাতে ওষুধ কেনার টাকা নেই। তাই মায়ের ভাতা তুলতে হলে তাকে ব্যাংকে নিয়ে যেতে হবে।

কিন্তু কোন যানবাহন চলছে না; তাই উপায় না পেয়ে মাকে কাঁধে তুলে নিয়ে রওনা দেন কানন। তার কথায়, ‘গাড়ি বা রিকশা না চলায় প্রথমে কিছুটা চিন্তায় ছিলাম। তখন ছোটবেলার কথা মনে যায়। মা তো আমাকে কোলেপিঠে করে কত জায়াগায় বেড়াতে নিয়ে যেত। সঙ্কটের সময়ে আমি কেন পারব না! তারপর মাকে পিঠে করে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের শাখায় গিয়ে ভাতা তুলে আনলাম।’

Exit mobile version